এক.
অসময়ে বৃষ্টি হয় সিক্ত
শুণ্যতায় লোপায়িত বালুর
মাঝে সে জল ক্ষণস্থায়ী,
পূর্ণিমার জ্যোৎস্নার প্লাবনে
এখন ভেজেনা হৃদয়, ভুল
গুলো সত্যি ভেবে কে আর
কষ্ট দেবে ভালোবাসায়।
দুই.
ফাগুনে গাছের শাখায় যে
মুকুল হাসে তাকে গ্রহণ করি,
বড় ভালোবেসে ফুল আর
ফলে তৃষ্ণা ভরা
তারার চোখে চোখ রেখে
সুষ্মিতাকে বলি এসো
ভালোবাসো জয় আমার
সমস্ত।
তিন.
লজ্জা জড়ানো তোমার
শাড়িতে লুকিয়ে মুখ আর
বলি সুষ্মিতা ভালোবাসি বড়
বেশি ভালোবাসি তোমায়,
পার্বণি প্রসাদে মন ভরে যায়
অমৃত স্বাদে বসন্ত আসে
প্রশান্তির হাওয়ায়, বেসুরা বৃষ্টি
হলেও তবুও ভেজাক
ভালোবাসার শরীর।
___________
লালমনিরহাট
সন্ধ্যা: ৫.৫০ মিঃ
২৩.০২.২০২৪