সবই আছে
পরিপূর্ণ তুমি, এইযে সংসার
সাথে প্রিয় সন্তান, কিন্তু তবুও
একা, হ্যাঁ আমি সত্যিই একা
কেউ আছে না কেউই নেই!
চেয়েছি পরিপূর্ণ থাকো
কেন যে ছুঁয়ে দাও মরুময়
বুক ওষ্ঠ্যদ্বয়।

লাজুকলতা তেজোদৃপ্ত
অনুভূতিই যেন গিলে খায়
সমস্ত যদিও একটা দূরত্ব
আছে, দেয়াল ডিঙিয়ে ছায়া
পড়ে নগ্ন চোখে, অনুভূতিই
ছুঁয়ে দেয় বৃষ্টি আমি প্রশান্তি
খুঁজি যদিও সে থাকে অসীম
দূরত্বে।




০২.০৫.২০২৪