তোমার উদ্দেশ্যে ছুটে যেতে কতনা তৈরি হচ্ছিলাম; একটা স্বপ্ন একটা বিশ্বাস জেগে উঠেছিল মনে আপন আঙিনায়, দূরে থাক তুমি ভেবেছো দেখা হবেনা কোনদিন! কিন্তু না আমি আসছি তোমার শহরে তোমার নিরালায়।
ডালিম গাছটি এখনো আছে তোমার জানালার কাছে? এখনো কি আগের মতই লাল ফুল ফোটে? এখনো কি তুমি সকাল বিকেলে রোজই ফুলের গাছগুলোয় জল দাও; আর কবুতর গুলো? এখানো নিশ্চয়ই তোমার ডাকে সারা দিয়ে ছুটে আসে; আমাদের প্রথম দেখা যেখানে হয়েছিল সেই শহিদ মিনারটা আছেতো আগের জায়গায়;
ভালোবাসায় কোন দূরত্ব নেই! অজানা আশংকাও নেই, এইযে প্রেম এইযে সুখ খুজে সুখ ছুয়ে দেখার অনবদ্য ইচ্ছে সেটিকেই কবি ও কবিতা মেলবন্ধন বলে তাইনা?
আমি আসছি-
তোমার শহরে তোমাকে আবার দেখার অনিন্দ্য ইচ্ছার প্রকাশে।

_______
১৫.১০.২০২৪
রাত ৩টা ৩০মি:
লালমনি এক্সপ্রেস