আসবো নাতো বলিনি
ফিরে আসতে কারনা ইচ্ছে
করে, বলতে পারো
সুনন্দিতা?
জীবন যুদ্ধে গিয়েছি এতো
আমাদের জন্য
আমি পরাজিত নই
এখনো আছি অপরাজিত
শুধুই তোমার জন্য।