অনিশ্চিত গতিবিধি
অশরীরি ছুয়ে যাবে অনাদর,
মুখ লুকিয়ে মুখ লুকাই
সাদাকালো মেঘে, যদিও
শরতকাল; ঘরে অন্ধকার হলে
মনে জাগে ভয় জাগে সংশয়;
মেনে নেই নিয়েছি সবকিছু
গহবরে, অন্ধকার গিলে ফেলতে
পারে না তাই এখানে
সাবধানতাও নেই।

আলো আধার মিলিয়ে যদি জয়
হয় সমাধান তবে বিপদ দেখে ভয়
নেই, একা হ্যাঁ একাই গতি প্রকৃতি মিলিয়ে দেবে সুখ, আমি না হয়
মুখ লুকাই নিজ হাতে তুমি
পরপার দেখতে এসোনা আর
আসবেওনা বলে দিলাম।

______
০২.০৯.২০২৪