নীলাঞ্জনা
পেছনে ফেলে এসেছো যে পথ
সে পথ ভুলে যেতেই হবে; সব পথ
সবার নয়, নিজেকে আবিষ্কার
করে দেখো অপেক্ষায় এখনো
আছে সাম্য, সাম্যের চির আনন্দ
আলোর কাছে মেলে ধর নিজেকে, মুক্তি তোমার
অপেক্ষায়; দিনবদলের গান
মানবতা ও মুক্তবুদ্ধি সবই
আমাদের শুধু নিজেকে চেনা আর
আবিষ্কার
করলেই আসবে সুদিন বিপ্লবে।
_____________
২৫.০৮.২০২৪