(ঝুমা দাশকে নিবেদিত)
এক.
দরজা খুলে ভোরের আলো
আহবান জানায়, কদিন বন্ধ
ছিল এই দরজাটা স্নিগ্ধ
আলো ছুঁয়ে দিল ভালবাসা
চল এবার জয় করি সমস্ত
শিশির বিন্দু পায়ে মেখে চল
এগিয়ে যাই দুজনা।
দুই.
শরতের সাদা মেঘ কাশফুল
গাছে লুটোপুটি দুজন
এখানে সীমাহীন নগ্নতা
একজন যুবক আর যুবতী
শুধুই সামলিয়ে যেতে চায়
নিজের আঁচল।
তিন.
অভিমান বড়োই বেমানান
বিরহ খিলে খায় অস্তিত্ব
স্বপ্ন আড়িপাতে নির্ঘুম রাত
কুমারীর মেহেদি রাঙা হাতে
খুঁজে নেই যুবক আর কুমারী
হারিয়ে ফেলে নিজের
অস্তিত্ব।
০১.০৯.২০২৩
(কবি হাফিজুর রহমান হাফিজ'র বাড়িতে বসে লেখা)