আলো আঁধারের এই খেলা
ধমকে যাওয়া পথ যদি
অন্ধকার ক্রমশ ঘিরে আসে
চারপাশ, এইতো খেলা
আলো আর আঁধারের।
পরাজিত হবনা বলে আলো
খুঁজি যদিও অন্ধকার গিলে
খায় সমস্ত যেমন সমাজ দেশ
মানচিত্র, থেমে গেলে
চলবেনা এগিয়ে যেতেই হবে
খুঁজে আনতে হবে প্রকৃত
আলো যে আলো ঘুচাবে
সমস্ত অন্ধকার।
আলোর শক্তি আছে
জ্বালিয়ে দিতে পারে চারপাশ
সাম্যের গানে আলো আছে
প্রগতি চলায় আলো আছে
এখান থেকে খুঁজে বেড়
করো আলো তবেই মুক্তি
আসবে আনন্দে নেচে উঠবে
দেশ জাতি আর প্রিয় মানুষ।






________
লালমনিরহাট
০৭.০৩.২০২৪
সন্ধ্যা: ৮টা ১৫মিঃ