সবকিছু নিজেদের মত
করছেন, খেয়ে ফেলছেন
নদী, জলাশয় এমনকি
খালও, আর কত খেতে চান
বলুনতো?
সবুজ গাছ,সবুজ জমি তাও
ধেড়াচ্ছে খেয়েই চলছেন!
এই পশুপাখি,
গাছগাছালি কিছু কি বাদ
দিচ্ছেন? একবার ভেবে
দেখেছে?

নদীকে শাসন করতে চেয়ে
হারিয়েছেন তার সক্রিয়তা,
অথচ আপনারা নিজেদের
দাবী করছেন মানুষ রূপে!
আর সবকিছু খেয়ে ফেললে
দেশতো রইবেনা, রইবেনা
পৃথিবী তবে কি তখন
আপনারা থামবেন?

একটু ভেবে দেখুন না এখনো
সময় আছে, শুধুই অট্টালিকা
করছেন শিশু গুলো যেন
বন্দি! তাদের মুক্ত হয়ে চলার
জায়গাটুকুও নেই! খেলাধুলা
মুক্ত বাতাস তাদের কি
রেখেছেন? আপনারা শুধু
নিজেকে নিয়েই ব্যস্ত।

গ্রামকে শহরে রূপান্তরিত
হোক তা চাইনা,
চাইনা প্রতিটি সড়ক
ইটপাথরে গেথে যাক,
মাটিতে সবুজ ঘাসে হেটে
চুলুক মানুষ, প্রান্তিকতা
থাকুক মেঠোপথ, গরুর গাড়ি
ধান নিয়ে ফিরুক চাষার
ঘরে।

আনন্দে গেয়ে উঠুক
ভাওয়াইয়া গানে কৃষাণী
সোনালী ফসলের গন্ধে,
ভাটিয়ালি গান গেয়ে উঠুক
মাঝি ভাই, সবুজে শ্যামলে
ভরে যাক সোনার বাংলা,
সবকিছু খেয়ে ফেললে
আপনারা কি একদিন
নিয়েরাই নিজেদের খেয়ে
ফেলবেন?
এবার একটু থামুন চেয়ে
দেখুন দেশটাকে।

আপনার মা মাটি দেশটাকে,
সব খেতে খেতে দেশমাতার
রক্তও খাচ্ছেন;
উজার করছেন বন,
পশুপাখি শূন্য হয়ে দেশ
শ্মশানে পরিণত তাও কি
চোখে পড়ছে না? ভেবে
দেখুন একটু ভাবুন।

________
লালমনিরহাট
১১.০৫.২০২৪