হ্যাঁ আমিই বলেছি রবো
কাছাকাছি হৃদয়ে একদম
কাছে কিন্তু আরও বেশি
কাছাকাছি থাকতেই ফিরে
আসি তোমার কাছে।
যতই দূরে থাকিনা কেন
রয়েছি পাশে তোমার আপন
স্বত্বায় মিশে, আমিতো দূরে
নই আলো হাতে দাঁড়িয়ে
তোমার জন্য।
সূর্য আলোয় দেখেছি প্রভাতী
আলো যে আলো রাঙিয়ে
দেয় তোমার অপরূপ
সৌন্দর্য, আমি পলকহীন
চেয়ে মুগ্ধতা ছুঁয়ে নিয়ে মুগ্ধ হই।