উৎসর্গ: হ্যাপী দাস


অপেক্ষায় রেখে দিলে
অপেক্ষা যদিও স্বপ্ন দেখায়,
বললাম বাড়াও হাত তুমি
বললে অপেক্ষা করো, সেই
সময়ের অপেক্ষায় রয়েছি
যদি বাড়াও হাত।

অপেক্ষা স্বপ্ন দেখায় সেই
অপেক্ষায় রেখেছো তুমি,
প্রগাঢ় আহবান হৃদয়ের না
বলা কথা বলবো বলে
বাড়িয়েছি হাত যদি গ্রহণ
করো সেই স্বপ্নের অপেক্ষা
তুমিতো রেখেছো।

অবিনাশী গানে সুর মিলিয়ে
এসো আমরাও গান মেলাই
একটা গাঢ় স্বপ্নের পথে,
দুজনই হেটে যাই অজানা
সেই পথ শ্বাশত শান্তি
অনাবিল সুখ আর জীবনকে
উপভোগে।

বাড়িয়ে দিয়েছি হাত যদি
গ্রহণ করো এই হাতে রাখো
হাত স্বপ্ন এবং বাস্তবতায়
এসো মিলি দুজন
অনিন্দ্যসুন্দরে যেখানে জয়
হোক আমাদের মিলিত
চাওয়া, এসো হাত বাড়াও।