(উৎসর্গঃ আরতি মণ্ডল)


খুঁজি এই পথে যদি তুমি
অপেক্ষা কর পথের
শেষপ্রান্তে,
তবুও অপেক্ষা আর স্বপ্ন
দেখা, অপেক্ষা সত্যিই কি
স্বপ্ন দেখায় যদিও প্রশ্নের
জন্ম হয় কিন্তু উত্তর জানা
নেই।

তুমি অপেক্ষায় রয়েছো
তাইতো পথে বেরিয়েছি যদি
তুমি থাক, ভালবাসা অজানা
সুখ ছুঁয়ে যেন বসন্ত বাতাস
আসে ভড়িয়ে দেয় মন
তাইতো অপেক্ষা আর স্বপ্ন
দেখা।

শেষরাতের সাহসী স্বপ্ন হলে
তুমিও অপেক্ষায় থেকো,
আসবে দিন নিশ্চয়ই
শুভদিন হয়ে জয় করতে
তোমার সমস্ত, আমি আসছি
তুমি যে অপেক্ষায় মহারাণী।