তবুও রাত আসে
আসে আর একটি দিন
অপেক্ষায় রাখে যদিও স্বপ্ন,
তুমি আর আমি মাঝখানে
বহমান নদী, আমি ক্লান্ত
এখন শরীরও খোঁজেনা
শরীর! মাঝেমাঝে বলি তুমি
মাঝি হও আমি না হয় হই
নদী আর আমাদের হোক
নৌকাটা প্রেম।
আমি অতীত তুমিও যদিও
অনেক আগেই অতীত হয়ে
গেলে, অপেক্ষা স্বপ্নে
অপেক্ষা ভালবাসার আর
অপেক্ষা অনন্তলোকের।
তুমি তারা হয়ে আমাকে
দেখো আমি হাসি, সব শেষ
হলেও তবু কেন খুঁজে ফেরো
আমাকেই?
কবেকার প্রেম সেই তুমি
দেবদাস আমি কিন্তু রাধা
যার অপেক্ষায় এখনো কৃষ্ণ।
______________
লালমনিরহাট
০৪.০৬.২০২৪