তবুও অপেক্ষা
তবুও স্বপ্ন দেখা
যদি আসো কোনদিন
অপেক্ষা সেই স্বপ্ন দেখায়।
যদি আসো ফিরে যদি
অবিনাশী প্রেমে স্বপ্ন আসে
আমার ঘরে আমিও
ভালবাসবো উজাড় করে,
দেবো প্রেম
তুমি আসবে বলে।
জীবনের বাস্তবতায় তুমি
এসো জয় করো আমার
সমস্ত,
অপেক্ষা তোমার যে অপেক্ষা
স্বপ্ন দেখায়।