আলো আসবে,
আলো আসছে-
একটুমাত্র অপেক্ষা;
ভয় নেই কৃষ্ণপক্ষ যতই চেপে বসুক না বুকের ভেতর, আলো আসবেই আলো আসছে।
পাষাণ প্রাচীরে আবদ্ধ কখনো হয়নি প্রগতি; প্রগতি এগিয়েছে স্বমহিমায় অপেক্ষা একটুমাত্র,
'সূর্য যতই তেজ দীপ্ত হোক মধ্যে আকাশে তারও ভয় আছে শেষ বিকেলের'।
_________
১৪.০৯.২০২৪