(উৎসর্গ: প্রিয় স্বজন সালমা খান নুপুরকে)
জয় যদি করে
থাকি পরম সুখে আর দুখে
অমাবস্যা অন্ধকারে
পূর্ণিমার দ্বাদশী চাঁদ হব
জ্যোৎস্না প্লাবন এনে
ভিজিয়ে দিতে পারি
দূর করতে করতে তোমার
মনের সমস্ত অন্ধকার।
যদি জয় করে থাকি সমস্ত
বিশ্বাস
অন্তকাল অপেক্ষা নয় স্বপ্ন
দেখতে পারি
দেখতেও পারি শেষ রাতের
সাহসী স্বপ্ন,
শ্রাবণ আকাশে মেঘ নয়
বৃষ্টি হবো প্রশান্তি জলের
রিমঝিম শব্দে নুপুর
পড়াবো পায়।
যদি জয় করে থাকি
অনিবার্য স্নানে
মিশে যাব দুজন মাখোমাখো চাঁদের জ্যোৎস্নার প্লাবন এনে
লুকিয়ে মুখ
সুগন্ধি ছড়িয়ে তোমার
বুকের স্পন্দন ধ্বনি হয়ে, আবার তোমাতেই মিশে হব একাকার।
_______
সম্পাদনা
লালমনিরহাট।
২৪.১০.২০২৪