আমার প্রতি তোমার অভিযোগ
আমি জানি;
অনুযোগ অভিযোগ তুমি
করতেই পারো;
কিন্তু সব অভিযোগ কি সত্যি!
অনুযোগ অভিযোগ যদি দূরে
সরিয়ে রাখে তবে সেই অনুযোগ
অভিযোগে কেন বন্দি রাখো
নিজেকেই!