চুপ করে আছো নাকি
আমাকে এড়িয়ে যাচ্ছো?
এভাবে বদলে গেলে চলবে
কি করে, যেদিন প্রথম
দেখেছিলাম ভালোবাসার
আলিঙ্গনে সেদিন তুমিও
বলেছিলে অনন্ত পথে
থাকবে পাশে।
অবিনাশী প্রেম জড়িয়ে তবে
ভুলে গেলে সমস্ত স্মৃতি
অনন্ত পথ একা রেখে তুমি
কি লুকিয়ে গেলে নাকি এ
পথে একা শুধু একাই?
হ্যাঁ সব ভুলে গেলে পরাজিত
হয় আপন স্বত্বা।
চুপ করে থাকবে নাকি
এড়িয়ে যাও?
সময় বদলালে কি সবাই
বদলায়! তুমিও কি বদলে
গেছো সময়ের মতো করে
ফেরারী মন ফিরে ফিরে
আসে তবুও পথ চলি দিগন্ত
প্লাবিত পথে কতদূর গেলে
ফিরে আসবে তুমি?
আসে রাত আসে দিন
আসে ভালোবাসা।