আজ অনেক দিন পর
চাঁদকে অন্যরকমভাবে
আবিষ্কার করলাম!
তাকিয়ে ছিলাম দীর্ঘ সময়,
সে ভালোলাগা আমাকে
নিয়ে যায় সুপূর্ণিমার
ভালোবাসায়, আমি
আনন্দিত হই আবার
তোমাকেই আবিষ্কার করি।
মনে পড়ে সেই দিনগুলোর
কথা আমাদের ফেলে আসা
সেই দিনগুলো যেখানে এমন
এক চাঁদনী রাত ছিল,
ছিল আবেকময় অনুভূতি।