(সুষ্মিতা রায়কে নিবেদনে)
আমার অঞ্জলি গ্রহণ কর
দেবী, আমি প্রেম পূজারি
তোমার নিবেদনে- এই
অঞ্জলি
দেবী যদি গ্রহণ কর সুখী হব।
অমিত সম্ভার আমার
নিবেদনে মনের ভেতর
লুকিয়ে জাগরণ প্রীতি ও
প্রেমের মেলবন্ধন
যদি গ্রহণ কর দেবী।
অন্তর হতে অন্তরে
জাগিয়েছো অনিন্দ্য
ভালবাসা তুমিই দেবী
আমিতো বরাবর তোমারই
পূজারি, প্রেম জাগানিয়া তুই
তুমিই অমিত বিশ্বাস।
অঞ্জলি নিবেদনে- দেবী
আমার কাঙ্ক্ষিত প্রেমে এই
পুষ্পাঞ্জলি যদি গ্রহণ কর
বন্ধনে আবদ্ধ কর
আর আমি না হয় সুখ খুঁজে
সুখ ছুঁয়ে দেখি।
_________
লালমনিরহাট
দুপুর: ১টা ৪৫ মিঃ
২৭.০২.২০২৪