সুতৃষ্ণা
তোমার প্রতি আমার কোন
অভিযোগ নেই, নেই
অনুযোগ তোমার যা ভাল
তাইই করেছো তুমি,
অনিন্দ্যসুন্দরে ভরে থাক
তোমার শুভময় জীবন।

সুতৃষ্ণা
যে স্বপ্ন দেখে স্বপ্নে রাঙিয়েছি
মন তাতে বাস্তবতা হয়তো
ছিলনা ছিলনা অনুভূতি
জড়ানো ভালবাসা, তুমিই
ভালই করেছো যা তুমি
চেয়েছো সেতো আমি নই
হয়তো হতেও পারবোনা
কোনদিন সবাই কি সব
পেতে পারে।

সুতৃষ্ণা
জীবনের বাস্তবতা বড়োই
কঠিন সেটি তুমিও ভাল
জানো তাইতো সিদ্ধান্ত
তোমার এবং সে তুমিই
নিয়েছো, কোন অভিযোগ
নেই নেই কোন অনুযোগ তুমি
ভাল থেকো শুভময় মুহূর্ত
উপভোগ কর।