আছি
অপেক্ষায় শুভদিন শুভ
সময় আর
দিনবদলের,
তুমি আসবে
বলেছিলে
সুখে কিংবা দুখের দিনের
অপেক্ষা।
রঙিন দিন
আগমনী গান
সোনালী দিন
সুখময় সময়
কষ্টের ফলানো ফসল।
আনন্দলোক
অনিন্দ্য তার সুখ
পথের শেষ
প্রাপ্তি অবশেষ
সুখ আর সুখে
দিনবদল আসে,
স্বপ্ন সুখের দিন
বাজুক সুখময় বীণ।