আকাশের কালো মেঘ দেখে
ভয় পেয়েছো? মেঘ জমলেই
বৃষ্টি আসবার সম্ভাবনা থাকে
আর বৃষ্টি এলেই প্রশান্তি
আসে চারপাশে, তুমি কেন
ভয় পাও কালো মেঘ দেখে।

অমাবস্যা নয় যেন ঘিরে
থাকে অনিশ্চয়তা তবে
সমাজে যদি অমাবস্যা ঘিরে
ধরে তবে সেটি মানুষের জন্য
মঙ্গল নয়; অমাবস্যা গিলে
খায় চাঁদ ঠিক সময়কে গিলে
খাচ্ছে অন্ধকার, ক্রমশ তার
আধিপত্য বিস্তার করেই
চলে।

তুমি ভয় পেলে চলবে কি
করে, ভয় নয় জয় করতে
হবে সময়কে তবেই মুক্তি
মিলবে আমাদের, অন্ধকার
যতই প্রগাঢ় হোক হোক সে
নিগূঢ় আলো যে আসবেই
তাকে আসতেই হবে, সামনে
থেকে জয় করতে হবে সব
তবেই মিলবে মুক্তি।

ওরা ভয় দেখাবে ক্রমশ ঘিরে
রাখতে চাইবে অন্ধকারে
কিন্তু ওরা যে জানেনা আলো
আসছে সম্মুখে একটু আলো
হলেও সেতো আলোই
একসময় বিস্ফোরণ ঘটাবেই
অন্ধকার ভেদ করে নিয়ে
যাবে মুক্তির পথে।