বসে আছি একটিমাত্র অপেক্ষায় রাত ভোর হলেই আলো ফুটবে; এখানে সূর্যের দীপ্ত আলো দরকার যে আলো ঘুচিয়ে দিতে পারে সমস্ত অন্ধকার।
তবুও অপেক্ষা তবুও স্বপ্ন দেখা
অপেক্ষা স্বপ্ন দেখায় সেই স্বপ্নের বাস্তবায়ন দেখবো বলে অপেক্ষা, অন্ধকার এই রাত যেন শেষ হতেই চায়না! প্রহর গুনে শেষ হয়না, এতদিন যারা স্বপ্ন দেখাবে বলে রাঙাতে চেয়েছিল তাহলে কি স্বপ্ন দেখাই পাপ? দিনবদলের গান, সোনালী সকাল।
অনিন্দ্যসুন্দর মানব জীবন; যারা অন্ধকার নিয়ে এলো যারা বিক্রি করেছিল অযুত স্বপ্নগুলো তারা কারা? তাদের চিনিছি এর আগেও! অন্ধকার রাত তবুও অপেক্ষা একটি নতুন দিনের নতুন সূর্যের।
_______________
লালমনিরহাট
সম্পাদনা
০৯.০৮.২০২৪