আকাশের দিকে তাকিয়ে অবিরত তোমাকেই খুঁজি অরিন্দম; সত্যি বলছি প্রথম দেখায় যেভাবে আবিষ্কার করেছি তোমাকে এবং তোমার ভালোবাসাকে আজও তুমি তেমনিই আছো মনের মন্দিরে সৃষ্টির আলপনায়।

ভালোবাসা বুঝি এমনি অরিন্দম; এখানে পরাজয় বলে কিছুই নেই, আছে অনাবিল পাওয়া যার শেষ নেই শুধুই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া; তুমিই প্রথম তুমিই শেষ যার সমাপ্তি বলে কিছু নেই, স্বপ্ন আর স্বপ্নিল পথে তোমাকে সঁপেছি।

আকাশ আর চাঁদ সাথে মেঘের ভেলা, তুমিতো সমস্ত আকাশ আমার যখন খুশি সারা আকাশময় ঘুরে বেড়াতে প্রেম আর প্রেমময় অনুভূতি প্রকাশ তোমাকেই ঘিরে! বিশ্বাস অবিশ্বাস গিলে ফেলতে পারেনি আজও আমাদের যেন অবিনাশী সত্যি তুমি অরিন্দম।





___________
লালমনিরহাট
১৭.০৯.২০২৪