মনের মাঝে খুঁজি তোমার
অবস্থান তুমি কি আছো এই
আমার ভালোবাসার কাছে?
আজকাল নিজেকে নিয়ে
বড় বেশি ভাবতে ইচ্ছে; করে
হয়তো তোমার জন্য, তোমার
ভালোবাসার জন্য!
করাতে যে স্পর্শে'র অনুভবে
আর তুমি কতনা কাছাকাছি
ছিলে! এই আমি এই তুমি
এটা কি ভালোবাসা বলে?
তবুও তুমি বলে যাও
ভালোবাসার কাছে পরাজিত
হবে যে ভালোবাসা, খুঁজে
নেবে অমিত বিশ্বাস।
___________
সম্পাদনা
০৬.০২.২০২৪