মিছে ডাক দিয়ে যাই
যদি তোমার কান অবধি
পৌঁছে,
আমার ডাক কেন শুনবে তুমি
আমি বা কে তোমার?
তবু কেন ডাকি!
ভুলতে চাই বলেই কি
সবকিছু ভুলে থাকা যায়?
তবুও মিছে ডাক দিয়ে যাই।

কেন যে ভুলে থাকতে বলো?
কেনইবা দূরে রেখে দিতে
চাও, দূরে গেলে দূরত্বের
দেয়াল বেড়ে যায় তখন
বিজয়ী হয় বিরহী কাজরী,
ভালোবাসায় নাকি বিরহ
থাকতে হয় তবেই প্রগাঢ় হয়
ভালোবাসা।

মিছে ডেকে উঠি তোমায়,
আমাকে দূরে রেখে কতটা
ভালো থেকে থাকো ভালো?
যদিও প্রশ্নের জন্ম হয়
প্রতিমুহূর্তে কিন্তু উত্তর জানা
নেই! দূরে রেখে তুমি কি
জয়ী হতে চাও? তবে তাই
হউক তুমি জয়ী হও
অবিনাশী কবিতার মতো।