না ভালোবাসিনা তোমায়
নীলাঞ্জনা, আমি কি কাউকে
ভালোবাসতে পারি; এটা
আমার জন্য নয়, সবার জন্য
ভালোবাসা নয়, সত্যিই
বলছি তোমায় ভালোবাসিনা।
তুমি ভুল বুঝে কষ্ট কেন পাও
তোমার জন্য একটুও কিছু
নেই আমার আর ভালোবাসা
সেতো আরও নেই, হ্যাঁ কিছুই
নেই তোমাকে দেবার বিশ্বাস
কর কিছু নেই দেবার।
আমি আমার মতো মিছে
ভেবোনা তুমি, আমি কি
কাউকে ভালোবাসতে পারি?
না পারিনা, আমার দেবার
কিছু নেই আর নেইতো
ভালোবাসা যা ছিল মরে
গেছে অনেকদিন আগে।