মুক্তা পালকে নিবেদন
তবুও অপেক্ষা তবুও
অপেক্ষায় থেকে স্বপ্ন দেখা
যদি তুমি আসো এই পথে
যদি আবার দেখা হয়,
ভালোবাসা বুঝি এমনিই
একটা কাঁপন ধরায় বুকের
কোনে অনুভূতিগুলো কেমন
যেন মনে হয়, তাইতো
অপেক্ষা যদি তুমি আসো
এই পথে।
এইযে অপেক্ষা এখনো পথ
চেয়ে বসে থাকা শুধুই
তোমার জন্য; আমার না বলা
কথাগুলো তোমাকে বলার
ব্যাকুলতাই বুঝি আমার
ভালোবাসা, তুমি কি সত্যিই
আসবে এই পথে? আমার
অপেক্ষার অবসান করবে?
নাকি তোমার পথ চেয়ে বসে
থাকাই আমার ভালোবাসা।