উৎসর্গ: সঞ্চি কাজী
নীলাঞ্জনা
চলে যাব অনেক দূরে!
জীবনের শুভক্ষণে তোমাদের
কাছে এসেছিলাম-
আমাকে গ্রহণ করে তুমিও
তোমরা আতিথিয়তায় ভরে দিয়ে
করেছী মুগ্ধ;
আমি আনন্দিত উদ্ভাসিত, এই
ভেবে জীবনের প্রয়োজনে ছিলে-
কাছে হৃদয়কে জয় করে।
নীলাঞ্জনা
ভালোবাসি তোমাদের
ভালো বাসবো আজীবন;
যদি আসি ফিরে শুভময় অনুভূতি
নিয়ে, তখন কি আমায় গ্রহণ
করবে?
ভালো থেকো, রেখে যাচ্ছি আর
নিয়ে যাচ্ছি আমার শুভময় স্মৃতি;
আর অনাবিল ভালোবাসা!
আমাকে যেতে হবে।।
________
সম্পাদনা
লালমনিরহাট
৩১.১০.২০২৪