অনুভূতির মৃত্যু হলে
পরাজিত হয় মনুষ্যত্ব তখন
মানুষ বলে কিছু থাকে কি?
এখানে অন্ধকারে নিমজ্জিত
মানুষ, অন্ধকারে বন্দি
সমাজ সংসারটাও,
আলো নেই, প্রগতিও নেই
পথহারা সব, বিপ্লবের জন্য
চাই মানুষ আর মানুষের
জন্য চাই আলো, যে আলো
জ্বালিয়ে দেয় সমস্ত সমাজ,
আলো চাই আলো।

মুক্তবুদ্ধি সাম্যের চির
আনন্দে রচিত হয় বিপ্লব,
তুমি বিপ্লবী হও, আলোকে
জয় করো, জয় করো
অবিনাশী প্রেম যেখানে
মুক্তিই পথ আলো, মানুষ
দেশ সমাজ জেগে তুলতে
চাই মানুষ, যে মানুষ
পথপ্রদর্শক আলোময় তাঁকে
গ্রহণ করো, মুক্তি আসবেই
চিরকল্যাণে।

আলো আঁধারের এই খেলা,
যেখানে পরাভূত হয় মানুষ
মনুষ্যলোক, পুড়িয়ে দেয়
তোমার সব অর্জন!
অনন্তযৌবনা সাম্য তোমাকে
ডাকছে তুমি বিপ্লবী হও
পথ হারা মানুষকে দেখাও
আলো, মুক্তির বাণী পৌঁছিয়ে
দাও, সবার আগে মানুষ হও,
জাগিয়ে বিবেক ধরো গান-
হে বিপ্লব হে সাম্যের চির আনন্দ আমাদের মুক্তি দাও।

__________
লালমনিরহাট
১৫.০৫.২০২৪