পাষাণ প্রাচীরে আবদ্ধ করে কি
উল্লাসে মেতে উঠো;
সময় তোমার এটা ভেবে নিয়েছো,
ভাবছো সময় শুধুই তোমার
একার?
সময় যখন দুঃসময় হয়ে উঠবে
তখন সেইসময় অতিবাহিত করবে
ভেবে রেখেছো কী?
অনিবার্য পরিণতি ভেবে প্রস্তুত
সময়, দুঃসময় গিলে খাবে মানুষের
জীবন এবং সংগ্রাম এই ভেবেই কি
উল্লাস?
ভুল হলে ক্ষমা পাবে কিন্তু অন্যায়
হলে ক্ষমার অযোগ্য হবে নিশ্চিত।।
_________
শিববাটি, বগুড়া
১২.১২.২০২৪