অযাচিত ছিল বলে এখনো
দরজা লাগিয়ে অন্ধকারে
বন্দি রেখে আলো,
অন্ধকারই ভালো এ কথা
যারা শুনিয়ে যায় দিবস রাত
তাদের তুমি কোন জায়গায়
রেখেছো?

অযাচিত প্রেম, মানবতাহীন
ভালোবাসা আর লোক
দেখানো আয়োজন সবই কি
কল্যাণকর;
মানুষ মরে গেলে মিছিল বড়
হলে লাভ কার?
অযাচিত প্রেমিক সেজে
কোন মুক্তির বানী শোনাও।

চোখে কাল কাপড় বেঁধে
আলো খুঁজে এটা কি লোক
দেখানো নয়!
সব অবাঞ্ছিত, সব অযাচিত
আর মূল্যহীন সমাজসংসার
তাহলে মানুষ হয়ে পড়ে
নিশ্চয়ই সংসার বিবাগী।

__________
লালমনিরহাট
২৬.০৫.২০২৪