এক.
সুতৃষ্ণা
ভীষণ রকম স্বাধীনতা পেলে
পরাধীনতা ভালোলাগে!
স্বাধীনতা হয়তো সবার জন্য
নয়, যদিও পরাধীনতা
পছন্দ; চমকে গেলে
নিশ্চয়ই।


দুই.
সুতৃষ্ণা
আগুন আর বৃষ্টি যদিও
এখানে বৃষ্টি বড় প্রিয় হয়ে
আসে, আজকাল বৃষ্টিস্না রাত
মুখোমুখি প্রিয়জন  চাইছি
তুমিই বৃষ্টি হও ভিজিয়ে দাও
সমস্ত শরীর।


তিন.
সুতৃষ্ণা
চোখে আগুন লাগে তুমি
দাও পুড়িয়ে,
তোমার আগুনে পুড়ে যেতে
চাইলো মন এখন দেখি
সত্যিই পুড়ে গেছি।



________
লালমনিরহাট
২৪.০৪.২০২৪