ছায়াহীন ছায়া দিয়ে ছুঁয়ে দেয় গন্ধহীন ফুল,
বাতাসে ভেসে আসে কামুক ঘামে
রোদ বৃষ্টি খেলা, তুমি গন্ধহীন নও সুভাষিত
মাধুকরী।

মনমাধুরী ভেজা শাড়িতে লুকিয়ে শরীরের
প্রতিটি ভাজ এখানে লুকায়িত জড়িয়ে
ভালবাসা, কামুক ঘামে আজ ঝরুক আগাম
বৃষ্টি প্রশান্তি ছুঁয়ে যাক মন ও শরীর।



_________
সম্পাদনা
লালমনিরহাট
২৬.০৩.২০২৫