কি লক্ষ্য আপনার কতদূর
যেতে চাইছেন ভেবে
দেখেছেন কী? সমাজ কি
চলছে সমাজের নিয়মে;
কিংবা সমাজসংসা?
আদর্শের বুলি মুখস্থ করে যে
বক্তব্য রাখছেন সে বক্তব্য
সাধারণের কতটুকু
প্রয়োজনে লাগছে তা কি
ভেবেছেন, বাস্তবতা বঞ্চিত
আদর্শ মানুষকে কি দিতে
পারে মুক্তি?
সমাজ দেশ মানচিত্র এই
তিন বিষয় নিয়ে সঠিক
মূল্যায়ন করতে আগে
মানুষের কাতারে যেতে হবে।
মুক্তির বাণী ঘরে ঘরে
পৌঁছাতে চাই জোটবদ্ধ
সংগ্রাম চেতনাকে জাগাতে
চাই সঠিক মানুষ আর সঠিক
মানুষ নির্বাচন একমাত্র
মানুষই পারে জাগাতে বিপ্লব
জ্বালাতে আগুল, সংগ্রামই
সত্যি একথা মূলমন্ত্র হলে
বিপ্লবকে ছড়িয়ে দিতে হবে
সমস্ত দেশময় তবেইনা
আসবে মুক্তি সাম্যের গানে
সম্মিলিত কণ্ঠই বিপ্লব
আনতে পারে।
মুক্তির অবিনাশী গান একা
গেয়ে আপনি হয়তো
ভাবছেন সংগ্রাম আসন্ন! ভুল
সবই ভুল ভাবনা আপনার,
একা কখনো বিপ্লব হতে
পারে কি? সমবেতকণ্ঠে গান
সারা ফেলে গ্রাম থেকে শহর,
শহর থেকে সমগ্র দেশ আর
দেশ থেকে সারা পৃথিবী,
জেগে ঘুমিয়ে থাকলে বিপ্লব
আসবেনা; আদর্শ বইয়ের
মলাটে বন্দি রেখে
আলোকিত হবেনা চারপাশ,
বিপ্লব যদি হয় মানবতার
মুক্তি তবে সংগ্রাম আনতে
পারে সমগ্র মুক্তি।
_______
লালমনিরহাট
০৩.০৬.২০২৪