রোজই দেখা যদিও মাধ্যমটা মিডিয়া, একাকিত্ব এযেন প্রেম প্রেম খেলা, দূর আকাশে তারাদের মিছিলে কতদূর থেকে চেয়ে প্রেমিক সেজে তারা গোনা, যেন ঠিক তাই এইযে হাসিমাখা মুখ পরিপাটি সাজগোছ; পরাভূত মায়াবী মানবী তুমি, প্রেমিক সেজে তোমার অপেক্ষা।

যতদূর যাওনা কেন আছো খুব কাছে হোক না সেটি মাধ্যম! তবুতো কাছে হৃদয়ের পাশে, প্রেমিক সেজে থাকাটাও কম কিসে? যদিও মাধ্যমটা সেই মিডিয়া, স্টোরি প্রোফাইল কাভার সবখানে তুমিই আছো মনে হয় সেও আমারই; প্রেমিক সেজে থাকা প্রেমিক পুরুষ।

শাড়িতে কখনো নীলাঞ্জনা, সুনন্দিতা, সুদক্ষিণা, মনমাধুরী, সুতৃষ্ণা সবইতো আমার কল্পনীয় কল্পনা কবিতা কাব্যে হয়ে আছো কাব্যের নায়িকা, ওইযে বললাম প্রেমিক সেজে থাকা সেও অনিন্দ্যসুন্দর সেই সুন্দর তুমি, আমি কবি নই নই কবিতার পাঠক! যদি তুমিই কবিতা হও আমি বারবার কবিই হতে চেয়ে লিখবো তোমার জয়গানে শুধু কবিতা যার প্রতিটি লাইন জুড়ে থাকুক তোমার অবস্থান।  

___________
লালমনিরহাট
১০.০৭.২০২৪