দূরে থেকে আমি একাকিত্ব
অনুভব করছিনা, আছিতো
ভালো দূরে থেকে এখানে
কেউ নেই শুধুই আমিই
একা! তুমিতো ভুলে ভালো
আছো সুখ ছুঁয়ে দেখছো
হয়তো পেয়েও গেছো।
এভাবে কেটে যাক সময়
আমি একা আছিতো খুব
ভালো, আমি জানি আমার
জন্য কেউ অপেক্ষা
করছেনা, কেউ খুঁজছেনা
অপেক্ষায়ও কেউ নেই আছি
ভালো শুধু একা।