বিষাদের আগুন জ্বলে জেগে
থাকে চাঁদ, মহিমায় একা নয়
রাত! তুমিও জেগে, জেগে
আমিও এখন স্বপ্নিল নয়
কোনকিছু, আছে দূরত্ব
যদিও আমাদের রাস্তা একও
নয়।
অনন্ত পথ ছিল, মানুষ জেগে
অপেক্ষায় সাম্য এবং
প্রগতির, আলো হাতে
অগণিত মানুষ আর মানুষ,
মুক্তির মিছিল শুরু হলে তুমি
এসো হে অবিনাশী, দূরত্ব
যতই হোক লক্ষ একই
বিনাশে পুঁজিবাদ।
____________
লালমনিরহাট
২২.০৫.২০২৪