এক.
না তুমি তা করনি বিশ্বাস
অভিযোগে বন্দি করে যে
অপবাদ দিয়েছো তা মেনে
নিলে ভালবাসা পরাজিত
হয়, বিশ্বাস যদি নাই-ই কর
তবে ভালবাসো বলেছিলে
কেন? অবিশ্বাসের জানালা
খুলে বিশ্বাসের দরজা খুঁজে
কোন লাভ আছে কি।
দুই.
সমুদ্র জলে স্নানে নেমে
একটা স্বপ্ন বিসর্জন দিয়ে
কখনো কি জয়ী হওয়া যায়
না, এটা ভুলে গেলে চলবে
কেমন করে, প্রেম আছে
বলেই মানুষ স্বপ্ন দেখে
নিদারুণ সব কষ্ট ভুলে,
তোমার কোন তুলনা হয়না
অভিমানী, বড়ো অভিমানে
লুকায় মুখ বিশ্বাস যেখানে
পরাজিত হয়।
তিন.
দুঃস্বপ্নের রাত যত গভীর হয়
তোমাকে নিয়ে ভাবনার
অলিগলি বিস্তৃত হতে থাকে,
পূর্ণিমায় নির্লিপ্ত, ঘোলা
চোখ, দু'আঙ্গুলের সান্নিধ্যে
প্রিয় তামাকের কাঠি!
আমারই ভয় ছিল তোমাকে
নিয়ে তোমার বিশ্বাসে।
_______
সম্পাদনা
১০.০৫.২০২৪
হাসপাতালের বেডে শুয়ে।