দূরত্ব যতই হোক না কেন কিন্তু আমিতো
তোমার কাছেই রয়েছি সে না হয় অনুভবে,
আমাদের কোন দূরত্ব নেই মাঝখানে নেই
কোন দূরত্বের দেয়াল!
তুমিতো আমার অবিনাশী যার মধ্যে আমি
আমার অস্তিত্ব খুঁজে পাই।
যখনই ক্লান্ত হয়ে পড়ি কিংবা হাপিয়ে উঠি
তখনিই চোখ বন্ধ করে তোমাকেই অনুভব
করি নিজেকে আবিষ্কার ভালোবাসায়, খুঁজে
নেই আত্মবিশ্বাস, তুমি আমার অনিন্দ্য-
আয়োজন প্রেমপ্রীতি গাঁথা সুখময় অনুভব
অবিরাম জীবন জয়ের গান।
__________
সম্পাদনা
লালমনিরহাট
সন্ধ্যা: ৭টা ৩০ মিঃ
০৪.০৩.২০২৫