(উৎসর্গ: বিন্তী ঘোষ)
শ্রী
সীমাবদ্ধতা থাকতে পারে
কিন্তু তোমার জন্য কোন
সীমাবদ্ধতা নেই, আমার যা
আছে সবকিছু তোমাকেই
দেবো ভেবোনা সব দেবো
উজাড় করে ভালোবাসায়
কোন কমতি নেই তাতে।
শ্রী
অনুভূতির সব টুকু তোমাকে
দেবো যদি গ্রহণ করো
অবিনাশী প্রেমে রাঙাবো
তোমার হৃদয়, তুমি দূরে নয়
খুব কাছে যতটা কাছে আনে
ভালোবাসা ততটা, সত্যিই
তুমি জড়িয়ে রয়েছো হৃদয়
জুড়ে।
শ্রী
আমার সীমাহীন প্রেম
অনিন্দ্য প্রকাশে তুমিই জয়
করেছো সমস্ত, ভালোবাসা
সেতো অবিনাশী পাওয়া যার
মাঝে লুকিরে থাকে মনন
সৃজন আর আপন অস্তিত্ব
ঠিক তেমনিই অস্তিত্ব জুড়ে
তোমার অবস্থান।