(সেতু হাজরা মিতুকে নিবেদন)
তোমার কণ্ঠ শুনি মোহিত হই
মুগ্ধতা ছড়িয়ে দাও চারপাশ
একটা ভালোলাগা আসে
মনের ভেতর, মাধুরীমাখা
কণ্ঠ যে কবি প্রিয় কবিতা
উচ্চারিত হচ্ছে আনন্দিত হই
তোমার কণ্ঠ শুনে।
দূরে থাকো তুমি দেখা যদিও
হয়নি তাতে কি তুমি যেন
আছো পাশে হৃদয়ের পাশে
অনিন্দ্য আয়োজনে, যখন
তোমাকে আবিষ্কার করলাম
মনের কোণে কবিতার মতো
উচ্চারণ হল ভালোবাসা কি
দারুণ মুগ্ধতায় জয় করি
প্রেম তোমাকে ঘিরে।
অবিনাশী প্রেম উচ্চারিত হয়
ভালোবাসা, কবির কবিতায়
যেমন প্রিয় লাইন গুলো
ছড়িয়ে দেয় প্রাণের উচ্ছাস
তুমিও তেমন করেই এলে
যেন জয় করলে কবি ও
কবিতাকে, আনন্দে নেচে
উঠে মন তোমারই জয়গানে।