চেয়ে দেখা নাকি এরচেয়ে অনেক ভালো চুপ করে বসে থাকা; কবিরা পরাজিত হলে পরাজিত হয় মানুষ আর সভ্যতা, সভ্যতা খুঁজি দূরবীন লাগিয়ে, সবাইতো সবই হলো কিন্তু মানুষ হলো কজন! যদিও এসব প্রশ্ন অবান্তর।

অন্ধকার মেনে যারা আলো দেখায় তাদের তুমি বা তোমরা সেই আলো দেখতে পেলেও কবিরা সেই আলো ছুঁয়ে দেখেনা; ইতিহাস বড়ই নির্মম, পিচ্ছিল পথে হাটতে হলে সাবধানী হতে হয় এটাও ভুলে গেলে আপনারা? অন্ধকারে তলিয়ে যাবেন কাউকে পাশে পাবেন কি সে সময়।

মানুষ খুঁজে কবি ও কবিতা, কবিতার উচ্চারিত শব্দে কেঁপেছে মহল থেকে রাজমহল; ভুল করে করে ভুলে ভেবে কবিকে কেন অপরাধী ভাবছো তুমি এবং তোমরা; ইতিহাসের আদিপর্ব শুরুই হয়নি তবে এখনই অভিশাপ দিয়ে দিনেন।

_________
১৮.০৮.২০২৪