আজ রাজপথ উত্তাল
মিছিলে মিছিলে প্রকম্পিত
দেশ, পলাশ শিমুল রাঙা দিন
আজ একুশে আজ মাথা না
করার দিন, লক্ষ্য একমাত্র
মাতৃভাষা বাংলা চাই, মায়ের
ভাষায় কথা বলতে চাই।

হাজার বছরের সংগ্রাম
আমাদের চির আপন সংস্কৃতি
কি ভুলে যাবে বাঙালি?
আজ রাজপথ উত্তাল
মিছিলে মিছিলে প্রকম্পিত
দেশ, রাষ্ট্রভাষা বাংলা চাই
মায়ের মুখের ভাষায় কথা
বলতে চাই।

''একুশ আমার বাংলা ভাষা
রাঙা ইতিহাস,
একুশ আমার শহিদ ভাইয়ের
দীর্ঘ নিঃশ্বাস''
আজ একুশে আজ মাথা নত না
করার দিন, অতল শ্রদ্ধা
সেইসব বীর শহিদের
যারা নিজের জীবনকে তুচ্ছ
ভেবে জীবন দান করেছেন
এই ভাষার জন্য।

পলাশ শিমুল রাঙা দিন
আজ একুশে ফেব্রুয়ারি
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা
ভাষা শহিদের প্রতি।

____________
সন্ধ্যা ৬.৫০ মিঃ
লালমনিরহাট
২০.০২.২০২৪