একটু কথা বলার জন্য,একটু ভালবাসার গল্প বলার জন্য
কিত ঘন্টা,কত মিনট,কত সকেন্ড অপেক্ষা
অবশেষে আসে সেই ক্ষন
তোমার কথার স্পর্শে,আমি এতই জ্বলে উঠি
যেন মনে হয় বজ্র মেঘের তান্ডব শুরু হয়েছে
আমার প্রতিটি শিরা উপশিরায়।
আবার নিমেষেই তোমার কথার বুনোনিতে
ক্ষনিকের জন্য নুয়ে পড়ে দেহ ও মন।
আমি কিছু বলার আগে তোমার কথার তরঙ্গ
ভিন্ন ভিন্ন রুপে স্বপ্নের আহবান জানায়
সে আহবানের ফ্রিকোন্সেসিটা
কখনও বাড়ে,কখনও কমে
আমি তখন তোমায় আর খুঁজে পাইনে।
তখন শুধু চেয়ে থাকি
ফাগুনের ঝিরঝিরে বাতাসের অপেক্ষায়।