এমন একটা দিন ছিল
তার মুখে কথা ফুটত না
কিন্তু অন্তরে ছিল কবিতা ও
ভালোবাসার মত গভীরতা।
একটা মন ছিল-
মন ও হৃদয়ে মাঝে ছিল প্রেম
তাই তো সে পছন্দ করতো শব্দ মালার ছন্দ।
তার চোখে ছিল কবিতার ভাষা
তার গাঁথুনিতে ছিল প্রেমের মর্মস্পর্শীতা
তাই তো তার কথার ছন্দ
কোমল হৃদয়ে আঘাত আনতো বার বার।
সেই কথার পংক্তি আজ হারিয়ে যাচ্ছে।
ভালবাসার অভাবে তার বুকে এখন ধূ ধূ বালুচর-
তীব্র কষ্টের দহনে
তার পংক্তি মালা গুলো আবার গাঁথতে চায়
কিন্ত সভ্য শিক্ষিত হায়না
তার টুটি চেপে উল্লসিত হয়ে
তার কবিতা- ও প্রেমের ভাষা রুখতে চায়।
তার পরও কবিতা তাকে হাত ছানি দিচ্চে
মেকি শিক্ষা আর মন্থরার কথার মাঝে।
তার কবিতা প্রান ফিরে পাচ্ছে
তার ভালবাসার কাছে।