তোমার উষ্ণ বুকে ‍মুখ রেখে

আমি শুনবো ভালবাসার কবিতা
তোমার রক্তিম ঠোঁটে ঠোঁট রেখে
ভাল বাসার সুরভীতে হবো মুখরিত।

ভোরের বেলা শিশির ভেজা শিউলি কুড়িয়ে
আরশী তে মুখ দেখে হবে লজ্জিত।
সন্ধ্যা বেলা তোমার প্রতীক্ষা তে অধীর হয়ে
আবীর রঙে নিজেকে জড়িয়ে
জেগে রব দীর্ঘক্ষণ
মনের মাঝে তোমার স্মৃতির দীপ জ্বালিয়ে।
কোলাহল মুখর জীবনের ব্যস্ত তায়
আমাকে যেওনা ভুলে অবেলায়
তোমারই স্পর্শে ফুটুক পদ্ম কলি
সুখেরই ভোমরা হয়ে থাক আমারই পাশে।
আমি পারি না জীবন কে বইতে
তুমি ছাড়া একাকী পথ চলতে
মনের মাঝে জমে থাকে শূন্যতার পাহাড়
হোঁচট খাই জীবনের প্রতিটি প্রান্তে।
(সমি১৯-০৬-১৯৯৭)