তুমি কি কখনো
Z Generation এর শক্তি দেখেছো ?
একটি বুলেটের রক্ত দিয়ে
লাখো প্রদীপ জ্বলতে দেখেছো?

তুমি কি কখনো
আমার মায়ের কান্না শুনেছ ?
আমার বোনের বর্জ্য ধ্বনি
পুলিশি বাধা টাকে ভাং তে দেখেছো ?

তুমি কি ৫ তারিখের
স্বাধীনতার সূর্য দেখেছো ?
আমার ভাইয়ের রক্তে গড়া
বিজয়ের গল্প শুনেছ ?

তুমি কি কখনো
সৈরাচারের পতন দেখেছো ?
একা একা বাঁচতে গিয়ে
উড়াল দিয়ে যেতে দেখেছো?