মনের মাঝে তুই ব্যথা দিস নারে
সেথায় বসত করে কে
তোর কি জানা নাই,
সৃষ্টির সব সুর সৃষ্টি হয়েছে যেথায় থেকে
সেথায় কি আর
আর ফিরিয়ে যাওয়া যায়।
যেথায় ব্যাথা দিলে
খোদার আরশ কেঁপে উঠে
ছোঁয় লাগে মদিনার গায়,
যে জন নিশিতে একাকি
কত কষ্ট করেছে আপনায়
ব্যাথ দেয় নাই তোর গায়,
ধরনির সব কিছু ভূলে
খোজে দেখ তার চরণ তলেে
একটু ঠিকানাকি পাওয়া যায়।